Notification texts go here Contact Us Buy Now!

MCQ ও প্রিলিমানারী পরীক্ষার জন্যে সাধারন জ্ঞান প্রস্তুতি


MCQ ও প্রিলিমানারী পরীক্ষার জন্যে সাধারন জ্ঞান প্রস্তুতি
প্রশ্ন : সম্প্রতি কোন ১২ টি দেশ মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছে ?
উ :  যুক্তরাষ্ট্র, জাপান, ব্রুনাই, চিলি, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডা, মঙ্গোলিয়া, মেক্সিকো, পেরু, ও ভিয়েত নাম।

প্রশ্ন :কোন স্লোগানকে সামনে রেখে এবারের আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস পালিত হয় ?
উ : তথ্যই শক্তি, মানব, জানব,জানাবো, দুর্নীতি রুখবো ।

প্রশ্ন : বাংলাদেশকে কোন সালের চ্যাম্পিয়ন ট্রফি খেলার আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে আসিসি ?
উ : ২০১৭ সালের।

প্রশ্ন : বর্তমান বিশ্বে কোন দেশে বেশি শরণার্থী রয়েছে ?
উ : পাকিস্তান (৪০ লাখ) ।

প্রশ্ন : বিশ্ব খাদ্য ঘাটতি মোকাবেলায় স্পেনভিত্তিক একটি প্রতিষ্ঠান সম্প্রতি যে ভাসমান খামারের নকশা প্রণয়ন করেছে সেটির নাম কি ?
উ : স্মার্ট ফ্লোটিং ফার্ম ।

প্রশ্ন : সম্প্রতি নেপাল তাদের নতুন সংবিধানে কোনটিকে তাদের জাতীয় পশু হিসেবে ঘোষণা দিয়েছে?
উ : গরু।

প্রশ্ন : বাংলাদেশে কত সংখ্যক মানুষ দরিদ্র ?
উ :৩ কোটি ৮৫ লাখ ।

প্রশ্ন : ২০১৫ সালে মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উ : যুক্তরাষ্ট্র ।

প্রশ্ন : ভারত কবে স্পেস অবজারভেটরি অ্যাস্ট্রেস্যাট উৎক্ষেপন করে?
উ : ২৮ সেপ্টেম্বর ২০১৫ ।

প্রশ্ন : বর্তমান বিশ্বে হাজারে গড় মৃত্যু হার কত জন ?
উ : ১০ জন।

প্রশ্ন : ২০১৫ সালে জাতিসঙ্গের সাধারণ পরিষদ বিশ্বকে কতটি ক্ষেত্রে এগিয়ে নেয়ার জন্য ১৫ বছরের নতুন যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে?
উ : ১৭ টি ক্ষেত্র্র ।

প্রশ্ন :জাতিসঙ্গের ওয়েবসাইটের তথ্যানুযায়ী বর্তমানে বিশ্বের কতটি দেশে কতসংখ্যক শান্তিরক্ষি কাজ করছে ?
উ : ১৬ টি দেশে ১ লাখ ৬ হাজার ৫০০ জন।


প্রশ্ন : বাংলাদেশ সর্বপ্রথম গ্রীনিচ বুকে সবচেয়ে বড় মানব পতাকা তৈরি করে কে? 
উ : বাংলাদেশ সর্বপ্রথম গ্রীনিচ বুকে সবচেয়ে বড় মানব পতাকা তৈরি করে বিশ্ব রেকর্ড করে ১৬ ডিসেম্বর ২০১৩খ্রি:(মোবাইল কোম্পানি রবি ও সেনাবাহিনীর উদ্যোগে) এতে অংশগ্রহন করে ২৭,১১৭ জন স্বেচ্ছাসেবী।সময় ৬ মিনিট ১৬ সেকেন্ড।

প্রশ্ন : বাংলাদেশের টেস্ট ইতিহাসে অভিষেক ইনিংসে ১০ নম্বরে ব্যাট করতে নেমে সবচেয়ে বেশি বাউন্ডারী মারেন কে?
উ : আবুল হাসান রাজু (১৪টি), বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ২০১২।

প্রশ্ন : বাংলাদেশ ক্রিকেট দলের অভিষেক টেস্ট খেলার একযুগ পূর্তি হয় কত তারিখে?
উ : ১০ নভেম্বর ২০১২।

প্রশ্ন : অভিষেক টেস্ট সেরা বলিং করেন কোন বাংলাদেশী?
উ : সোহাগ গাজী।

প্রশ্ন : ওয়েস্ট ইন্ডিজ দলের বর্তমান অধিনায়ক কে?
উ : ড্যারেন স্যামি।

প্রশ্ন : বাংলাদেশ দলের বর্তমান অধিনায়কের নাম কি?
উ : মুশফিকুর রহিম।

প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃৃদ্ধির হার কত?
উ : ১.৩%।

প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উ : অষ্টম।

প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব জনসসংখ্যা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
উ : ১৫.২৪ কোটি।

প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব আর্থিক উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উ : ৫৭তম।

প্রশ্ন : ৮ নভেম্বর ২০১২ ইন্টারপোলের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উ : মিরিল্লি বাল্লেসট্রাজিছ (ফ্রান্স)।

প্রশ্ন : ২০১২ সালের ২২ নভেম্বর ডি-৮ (উ-৪)-এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উ : ইসলামাবাদ, পাকিস্তান।

প্রশ্ন : ওয়াল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডঈঙ)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
উ : ১৭৯টি (সর্বশেষ সোমালিয়া, ৪ অক্টোবর ২০১২)।

প্রশ্ন : ক্রোম বুক কি?
উ : গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপ।

প্রশ্ন : বাংলাদেশে গুগলের আনুষ্ঠানিক কার্যক্রম  শুরু হয় কত তারিখে?
উ : ৫ নভেম্বর ২০১২।

প্রশ্ন : বিশ্বের প্রথম ঠবৎঃরপধষ ঞধশব ঙভভ ধহফ খধহফরহম (ঠঞঙখ) ড্রোন তৈরি করেছে কোন দেশ?
উ : ইরান।

প্রশ্ন : বিশ্বের কোন দেশে প্রথম ফোর জি (৪এ) প্রযুক্তি চালু হয়?
উ : দক্ষিণ কোরিয়ায় (২০০৬ সালে)

প্রশ্ন : পরমাণু মডেলের (অঃড়সরপ ংঃৎঁপঃঁৎব) জনক কে?
উ : নিলস বোর (ডেনমার্ক)।

প্রশ্ন : বিশ্বের কতটি দেশে গুগল কার্যালয় পরিচালনা করছে?
উ : ৪৯টি দেশে।

প্রশ্ন : ১৩ নভেম্বর ২০১২ গুগল কোন মোবাইল সেট ও ট্যাবলেট কম্পিউটার বাজারে ছেড়েছে?
উ : নেক্সাস ৪ (ঘবীঁং-৪) এবং নেক্সাস ১০ ট্যাবলেট কম্পিউটার।

প্রশ্ন : ভাসমান হাসপাতাল রংধনুর উদ্বোধন করা হয় কবে?
উ : ১৪ নভেম্বর ২০১২।

প্রশ্ন : প্রয়াত ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের  মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য কবে তার দেহাবশেষ উত্তোলন করা হয়?
উ : ২৭ নভেম্বর ২০১২।

প্রশ্ন : নারী হিসেবে মহাকাশে সবচেয়ে বেশি সময় হাঁটার রেকর্ড করেন কে?
উ : ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচারী সুনিতা উইলিয়ামস।

প্রশ্ন : জাতিসংঘের আহ্বানে সারাবিশ্বে মালালা দিবস পালিত হয় কত তারিখে?
উ : ১০ নভেম্বর ২০১২।

প্রশ্ন : বাংলাদেশ এশিয়া-ইউরোপ মিটিংয়ের (আসেস) পূর্ণ সদস্য পদ লাভ করে কত তারিখে?
উ : ৫ নভেম্বর ২০১২।

প্রশ্ন : বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
উ : ৭০টি।

প্রশ্ন : বাংলাদেশের প্রাক প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত?
উ : ৩-৫ বছর।

প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশন ২৪ ঘণ্টা সম্প্রচার শুরু করে কবে?
উ : ৫ নভেম্বর ২০১২।

প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কে এবং কত তারিখে নিয়োগ প্রাপ্ত হন?
উ : ড. হাসান জামান; ৫ নভেম্বর ২০১২।

প্রশ্ন : বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (ইঙঅ) বর্তমান সভাপতির নাম কি?
উ : সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া।

প্রশ্ন : বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (ইঙঅ) বর্তমান মহাসচিবের নাম কি?
উ : সৈয়দ শাহেদ রেজা।

প্রশ্ন : বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম কি?
উ: বালুয়ার্ত (মেক্সিকো)।

প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব রিপোর্ট অনুযায়ী বর্তমান বিশ্বের মোট জনসংখ্যা কত?
উ : ৭০৫ কোটি ২১ লাখ।

প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উ : ১.১% (২০১২-১৫)।

প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
উ : চীন।

প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
উ : ট্যুভালু।

প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি?
উ : ইন্দোনেশিয়া।

প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ কোনটি?
উ : মালদ্বীপ।

প্রশ্ন : ফিলিস্তিন কত তারিখে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের স্বীকৃতি পায়?
উ : ২ নভেম্বর ২০১২।

প্রশ্ন : মেক্সিকোর নতুন প্রেসিডেন্টের  নাম কি?
উ : এনরিক পিনা নিয়েতো।

প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম নদী-
উ : নীলনদ (৬৮২৫ কি.মি.), আফ্রিকা।

প্রশ্ন :বিশ্বের বৃহত্তম নদী-
উ :আমাজান, দ. আমেরিকা। (সবচেয়েবেশি পানি প্রবাহিত হয়)।

প্রশ্ন :ক্ষুদ্রতম নদী-
উ :ডি রিভার (৪৪০ ফুট),যুক্তরাষ্ট ­ ­্র।

প্রশ্ন :আন্তর্জাতিক নদী বলা হয়-
উ :দানিয়ুব নদীকে (ইউরোপের ১০টি দেশকে অতিক্রম করেছে এটি)।

প্রশ্ন :দ. এশিয়ার প্রধান ৩টি নদী-
উ :সিন্ধু (পাকিস্তান), গঙ্গা (ভারত) ও বহ্মপুত্র (বাংলাদেশ ও ভারত)।

প্রশ্ন :বিশ্বের বৃহত্তম হ্রদের নাম-
উ :কাস্পিয়ান সাগর (রাশিয়া, আজারবাইজান, কাজাখস্তান, তুর্কেমেনিস্তান , ইরান)।

প্রশ্ন :গভীরতম হ্রদ-
উ :বৈকাল (রাশিয়া)।

প্রশ্ন :বিশ্বের বৃহত্তম দ্বীপ 'গ্রিনল্যান্ড' এর মালিক- ডেনমার্ক। বিশ্বের ২য় বহত্তম ও ৩য় বৃহত্তম দ্বীপ যথাক্রমে- নিউ গিনি (অস্ট্রেলিয়া)এব ­ ­ং বোর্ণিও (ইন্দোনেশিয়া, ব্রুনেই, মালয়েশিয়া)

প্রশ্ন :পৃথিবীর উচ্চতম জলপ্রপাত?
উ :-Angel Falls (৩২১২ ফুট),ভেনিজুয়েলা ­ ­।

প্রশ্ন :পানি পতনের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত-
উ : Guaira ­, ব্রাজিল।

প্রশ্ন :খাবার স্যালাইন আবিষ্কার করে কোন প্রতিষ্ঠান?
উ. আইসিডিডিআরবি

প্রশ্ন :বাংলাপিডিয়া প্রকাশ করে কারা?
উ. এশিয়াটিক সোসাইটি।

প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
উ. রাষ্ট্রপতি।

প্রশ্ন : ইসরাইল রাষ্ট্র কত সালে প্রতিষ্ঠিত হয়?
উ. ১৯৪৮ সালে।

প্রশ্ন : দুই জার্মানি একত্রিত হয় কোন সালে?
উ. ১৯৯০ সালে।

প্রশ্ন : মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে?
উ. সৌদি আরব।

প্রশ্ন : ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে?
উ. ১৯৭৮ সালে।

প্রশ্ন : হিলারি ক্লিনটন আমেরিকার কোন নির্বাচনী এলাকা থেকে সিনেটর নির্বাচিত হন?
উ. নিউইয়র্ক।

প্রশ্ন :ভারতে কয়টি অঙ্গরাজ্য আছে?
উ. ২৮টি।

প্রশ্ন : যে ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না
উ. হেপারিন।

প্রশ্ন : মানুষের লিঙ্গ নির্ণয়ী ক্রোমোজমের সংখ্যা কয়টি?
উ. ১ জোড়া।

প্রশ্ন : আকাশ নীল দেখায় কেন?
উ. নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে।

প্রশ্ন : রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কিসের কাজ করে?
উ. লেন্সের।

প্রশ্ন : পানি ঢেলে কেরোসিনের আগুন নেভানো যায় না, কারণ কী?
উ. কেরোসিন পানির চেয়ে হালকা বলে।

প্রশ্ন : হীরক উজ্জ্বল দেখায়, কারণ কী?
উ. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়।

প্রশ্ন : ‘বাঘে মহিষে এক ঘাটে জল খায়’- এখানে ‘বাঘে মহিষে’ কোন ধরনের কর্তা?
উ. ব্যতিহার কর্তা।

প্রশ্ন : ‘দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী, ভিক্ষা দেহ তারে’-এখানে ‘দুয়ারে’ কোন কারক?
উ. ঐকদেশিক আধারাধিকরণ।

প্রশ্ন : কোন বিরাম চিহ্নের ক্ষেত্রে থামার প্রয়োজন নেই?
উ. লোপ চিহ্ন।

প্রশ্ন : ‘কারচুপি’ শব্দের ‘কার’ উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে?
উ. ফারসি।

প্রশ্ন : যে পুরুষ বিয়ে করেছে তাকে এক কথায় কী বলে?
উ. কৃতদার।

প্রশ্ন :‘গরুর শকট’ শব্দটি কী দোষে দুষ্ট?
উ. গুরুচণ্ডালী।

প্রশ্ন : ‘না, আমি যাব না’-এখানে ‘না’ কোন ধরনের অব্যয়?
উ. অনন্বয়ী অব্যয়।

প্রশ্ন :‘সবিতা’ কাব্যগ্রন্থটি কার লেখা?
উ. সত্যেন্দ্রনাথ দত্ত।

প্রশ্ন : নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে নজরুল কোন কবিতাটি লেখেন?
উ. কাণ্ডারী হুঁশিয়ার।

প্রশ্ন : রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি রাজনৈতিক?
উ. গোরা।

প্রশ্ন :‘তার প্রেমি কি সুখ হতো সে যদি ভালোবাসিত’-এ গানের রচয়িতা কে?
উ. শ্রীধর কথক।

প্রশ্ন : ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কী?
উ. আঙুর।

প্রশ্ন : ‘শম’ শব্দের অর্থ কী?
উ. শাস্তি।

প্রশ্ন : ‘গোঁফ খেজুরে’ বাগধারাটির অর্থ কী?
উ. নিতান্ত অলস।

প্রশ্ন : ‘কার্য’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
উ. কৃ+য।

প্রশ্ন : টিএস এলিয়েটের কবিতার বাংলা অনুবাদ করেন কে?
উ. বিষ্ণু দে।

প্রশ্ন : বাংলাদেশ বিমানের প্রতীক কী?
উ. বলাকা।

প্রশ্ন : বাংলাদেশে এ পর্যন্ত কতবার সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়েছে?
উ. একবার।

প্রশ্ন : বাংলাদেশের সংবিধানে মোট কতটি ভাগ রয়েছে?
উ. ১১টি।

প্রশ্ন : আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন?
উ. প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রশ্ন :সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কী?
উ. নারিকেল জিঞ্জিরা।

প্রশ্ন : ‘চর গজারিয়া’ কোন জেলায় অবস্থিত?
উ. লক্ষ্মীপুর।

প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বাঁধনহারা’র পরিচালক কে?
উ. এ জে মিন্টু।

প্রশ্ন : ইরান প্রথম পারমাণবিক কর্মসূচি কবে শুরু করে?
উ. ১৯৫০ সালে।

প্রশ্ন : জাতিসংঘের প্রথম ন্যায়পাল প্যাট্রিসিয়া ডুরাই কোন দেশের নাগরিক?
উ. জ্যামাইকা।

প্রশ্ন : বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয়?
উ. অক্টোবর মাসের প্রথম সোমবার।

প্রশ্ন : পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে?
উ. নিকোলাস অটো।

প্রশ্ন : পানামা খালকে কোন মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়?
উ. প্রশান্ত মহাসাগর।

প্রশ্ন : জাতিসংঘের বাইরে কোন শহরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়?
উ. লন্ডন।

প্রশ্ন : কিসে ক্লোরোফিল নেই?
উ. ছত্রাক এবং ব্যাকটেরিয়াতে।

প্রশ্ন : মশা নিবারণকারী সাইট্রোনেলা গাছটি কোন দেশের বিজ্ঞানীরা আবিষ্কার করেন?
উ. যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : মুক্তার ওজনের এককের নাম কী?
উ. গ্রেন।

প্রশ্ন : কেমোথেরাপি কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়?
উ. ক্যান্সার।

প্রশ্ন : কোয়ার্টজ কী?
উ. সিলিকন ও অক্সিজেন দ্বারা গঠিত একটি বর্ণহীন কেলাস।

প্রশ্ন : বিশ্বে প্রথম এইডস রোগী চিহ্নিত হয় কোন দেশে?
উ. যুক্তরাষ্ট্রে।

প্রশ্ন ;- আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম পৌরসভা কোনটি ?
উত্তর ;- ভেদরগঞ্জ,শরীয়তপুর।

প্রশ্ন ;- বাংলাদেশের কোন জেলায় শিশু শ্রমিকের সংখ্যা বেশী ?
উত্তর ;- নাটোর(সর্বনিম্ন পাবনা ও জয়পুরহাট)

প্রশ্ন ;- ১৫ ডিসেম্বর ২০১০ কোন স্হানকে দেশের ৩১২তম পৌরসভা ঘোষনা করা হয় ?
উত্তর ;- কুয়াকাটা,পটুয়াখালী।

প্রশ্ন ;- বাংলাদেশের তৈরী পোষাক আমদানীতে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর ;- মার্কিন যুক্তরাষ্ট্র(দ্বিতীয় জাপান)

প্রশ্ন ;- বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভবক কে ?
উত্তর ;- ড.জামালউদ্দিন (বাংলাদেশ)

প্রশ্ন ;- ৮ জানুয়ারিতে ২০১১ প্রধানমন্ত্রী কোনটিকে সিটি কর্পোরেশনে উন্নতি করার ঘোষনা দেন ?
উত্তর ;- রংপুর।

প্রশ্ন ;- বাংলাদেশ রাইফেসলস (BDR)-এর পরিববর্তিত নাম কি?
উত্তর ;- “বর্ডার গার্ড বাংলাদেশ” (BGB)

প্রশ্ন ;- বর্ডার গার্ড বাংলাদেশ কবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ?
উত্তর ;- ২৩ জানুয়ারী,২০১১।

প্রশ্ন ;- কৃষি বিষয়ক বেতার কেন্দ্র চালু হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে ?
উত্তর ;- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।

প্রশ্ন ;- সোমালিয়ার জলদস্যরা বাংলাদেশের যে জাহাজটি ছিনতাই করে তার নাম কি ?
উত্তর ;- এমভি জাহান মনি।

প্রশ্ন ;- দেশের বৃহত্তম সৌর বিদ্যু কেন্দ্র কোথায় অবস্হিত ?
উত্তর ;- স্বন্দ্বীপ,চট্টগ্রাম।

প্রশ্ন ;- সম্প্রতি কোন গাছকে জাতীয় বৃক্ষ (গাছ) ঘোষনা করা হয় ?
উত্তর ;- আম।

প্রশ্ন ;- জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে শান্তিরক্ষী প্রেরনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর ;- বাংলাদেশ।

প্রশ্ন ;- দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্তিম লেক কোনটি ?
উত্তর ;- মহামায়া লেক(মিরসরাই.চট্টগ্রাম) বৃহত্তম লেক হলো কাম্তাই লেক।

প্রশ্ন ;- সম্প্রতি দেশে চালুকৃত নতুন টেলিভিশন চ্যানেলের নাম কি ?
উত্তর ;- সংসদ বাংলাদেশ টেলিভিশন।

প্রশ্ন ;- সম্প্রতি দেহে ছড়িয়ে পড়া ভাইরাসের নাম কি ??
উত্তর ;- নিপা।

প্রশ্ন ;-বাংলাদেশের ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠনের নাম কি ?
উত্তর ;- ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

প্রশ্ন ;- বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্হিত ?
উত্তর ;- ভাটিয়ারি,চট্টগ্রাম।

প্রশ্ন ;- বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্হিত ?
উত্তর ;- পতেঙ্গা,চট্টগ্রাম।

প্রশ্ন ;-বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্হিত ?
উত্তর ;- যশোর।

প্রশ্ন ;- বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম কি ?
উত্তর ;- কিংদাও হাইওয়ান সেতু,চীন(৪২.৫৮ কি.মি.)

প্রশ্ন ;- বিশ্বের সর্বপ্রথম কাঠের কুরআন শরীফ কে তৈরী করেন।
উত্তর ;- শিল্পী মহসেন ফুলাদি (ইরান)

প্রশ্ন ;- ২০১১ সালের জানুয়ারীতে দ্বিতীয় ব্যক্তি হিসাবে কার কন্ঠে স্বরযন্ত্র স্হাপন রা হয় ?
উত্তর ;- ব্রেন্ডা জেনসন (USA) (১ম- টিমোথি হিয়েডলার )

প্রশ্ন ;- ইউরেনিয়াম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর ;- কাজাখস্তান (২য় কানাডা)

প্রশ্ন ;- বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের নাম কি ?
উত্তর ;- হারমনি এক্সপ্রেস (চীন)

প্রশ্ন ;- বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার কোনটি ?
উত্তর ;- তিহান-১

প্রশ্ন ;- বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়ের নাম কি ?
উত্তর ;- রিয়াদ উইমেন্স বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন ;- সামাজিক যোগাযোগ সাইট “টুইটার” এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তর ;- বিজ স্টোন।

প্রশ্ন ;- “উইকিলিকস” এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তর ;- জুলিয়ান অ্যাসাঞ্জ(অস্ট্রেলিয়া)

প্রশ্ন ;- বিশ্বের প্রথম কৃত্তিম কিডনি আবিস্কারক কে ?
উত্তর ;- ড.শুভ রায় (বাংলাদেশ)

প্রশ্ন ;- বিশ্বের সর্বোচ্চ ভবন “দা প্রিন্সেস টাওয়ার” কোথায় নির্মিত হচ্ছে ?
উত্তর ;- দুবাই (সংযুক্ত আরব আমিরাত)

প্রশ্ন ;- ১ জানুয়ারী ২০১১ কোন দেশ ইউরো মুদ্রা চালু করে ?
উত্তর ;- এস্তোনিয়া।

প্রশ্ন ;- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কতটি দেশে ইউরো মুদ্রা চালু রয়েছে ?
উত্তর ;-১৭টি দেশে।

প্রশ্ন ;-জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম শহর কোনটি ?
উত্তর ;-কায়রো,মিশর।

প্রশ্ন ;- ২০১০সালে বিশ্বের শীর্ষ মোটর গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি ?
উত্তর ;- টয়োটা(জাপন)

প্রশ্ন ;- ১মার্চ ২০১১ সার্কের দশম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহন করেন কে ?
উত্তর ;- ফাতিহা দইয়ানা সাঈদ(মালদ্বীপ)

প্রশ্ন ;- বিমসটেকের স্হায়ী সচিবালায় বা সদর দপ্তর কোফায় হচ্ছে ?
উত্তর ;- ঢাকা,বাংলাদেশ

প্রশ্ন ;- ২০১১ সালে কোন ব্যক্তি ইসলাম ধর্মে বিশেষ অবদানের জন্য বাদশাহ ফয়সাল পুরস্কার লাভ করেন ?
উত্তর ;- আবদুল্লাহ আহমাদ বাদাবী (মালয়েশিয়া)

প্রশ্ন ;- ইসরাইলের চালকবিহীন জঙ্গি বিমানের নাম কি ?
উত্তর ;-”ইটান”,র অর্থ “শক্তিশালী”।

প্রশ্ন ;- বিশ্বের দীর্ঘতম রেলওয়ে টানেলের নাম কি ?
উত্তর ;- গোথার্ড বেস টানেল (সুইারল্যান্ড এবং ইতালি )

প্রশ্ন ;- সম্প্রতি কোন দেশে জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ আইন কার্যকর হয়?
উত্তর ;- স্পেনে।

 প্রশ্ন ;- পৃথিবীতে কোন বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়.?
উত্তর ;- মেরু অঞ্চলে।

প্রশ্ন ;- হাড় ও দাঁতকে মজবুত করে_
উত্তর ;- ফসফরাস।


প্রশ্ন ;- ফলের মিষ্ঠি গন্ধের জন্য দায়ী.?
উত্তর ;- এস্টার।

প্রশ্ন ;- যৌগিক ফল কোনটি.?
উত্তর ;- কাঠাঁল।

প্রশ্ন ;- কোন রোগে শিশুদের হাত ও পা ধনুকের মতো বাঁকা দেখায়.?
উত্তর ;- রিকেট।


প্রশ্ন ;- ১০০ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি.?
উত্তর ;- ২১ টি।

প্রশ্ন ;- মহিলাটির একাধিক শাড়ী পছন্দ হয়েছিল। সেজন্য তিনি ___হয়েছিলেন।
উত্তর ;- সিদ্ধান্তহীন।

প্রশ্ন ;- বিশ্বব্যাংক সুশাসনের জন্য সূচক চিহ্নিত করেছে কয়টি.?
উত্তর ;- ৬টি।

প্রশ্ন ;- ‘যদি সত্য বল তাহলে মুক্তি পাবে’। উদাহরণটি কোন বাক্যের.?
উত্তর ;- জটিল বাক্য।

প্রশ্ন ;- হোম পেজ কি.?
উত্তর ;- তথ্য পরিবেশনা।

প্রশ্ন ;- বাতাসে শব্দের গতিবেগ ঘন্টায় কত মাইল.?
উত্তর ;- ৭৫৭ মাইল।

প্রশ্ন ;- কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়.?
উত্তর ;- প্রতিধ্বনি।

প্রশ্ন ;- কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি.?
উত্তর ;- লোহা।

প্রশ্ন ;- ৫ লিটার পানির ওজন কত.?
উত্তর ;- ৫ কিলোগ্রাম।

প্রশ্ন ;- ১ মাইলে কত কিলোমিটার.?
উত্তর ;- ১.৬১

প্রশ্ন ;- কোথায় সাতাঁরকাটা সহজ.?
উত্তর ;- সাগরে।

প্রশ্ন ;- কাজের একক কী.?
উত্তর ;- জুল।

প্রশ্ন ;- বিজ্ঞানে দুইবার নোবেল পুরস্কার কে অর্জন করেছিলেন.?
উত্তর ;- মাদাম কুরি।

প্রশ্ন ;- ক্রনমিটার হচ্ছে___
উত্তর ;- সময় নির্ণায়ক যন্ত্র।

প্রশ্ন ;- সবচেয়ে শক্ত বস্তু কোনটি.?
উত্তর ;- হীরা।



বাংলাদেশের প্রথম নারীঃ ¤ প্রথম নারী প্রধানমন্ত্রীঃ বেগম খালেদা জিয়া । 

প্রথম নারী স্পীকারঃ ডঃ শিরীন শারমিন চৌধুরী । 

প্রথম নারী পররাষ্ট্র মন্ত্রীঃ ডা দীপু মনি ।

প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রীঃ এডভোকেট সাহারা খাতুন ।

প্রথম নারী সংসদ উপনেতাঃ সৈয়দা সাজেদা চৌধুরী ।

প্রথম নারী হুইপঃ খালেদা খানম ।

মুক্তিযুদ্ধে প্রথম নারী শহীদঃ মেহেরুন্নেসা ।

ঢাকা বিশ্ববিস্যালয়ের প্রথম মুসলিম ছাত্রীঃ ফজিলাতুন্নেসা ।

ঢাকা বিশ্ববিস্যালয়ের প্রথম নারী শিক্ষকঃ করুণা কণা গুপ্তা ।

প্রথম নারী বিচারপতিঃ নাজমুন আরা সুলতানা ।

সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্যঃ বেগম রাজিয়া বানু ।

জাতিসংঘে নিযুক্ত প্রথম বাংলাদেশী নারী স্থায়ী প্রতিনিধিঃ ইসমা জাহান।

তত্বাবধায়ক সরকারের প্রথম নারী উপদেষ্টাঃ ড। নাজমা চৌধুরী ।

মন্ত্রীসভার প্রথম নারী সদস্যঃ নূরজাহান মুরশিদ ।

প্রথম নারী পুলিশ সুপারঃ রওশন আরা ।

প্রথম নারী প্যারাট্রুপারঃ জান্নাতুল ফেরদৌস ।

স্বাস্থ্য বিষয়ক প্রশ্নঃ 

✬ সামুদ্রিক মাছে পাওয়া যায়- আয়োডিন।
✬ আমিষের পরিমাণ সবচেয়ে বেশি- শুটকী মাছ।
✬ হাড় ও দাতকে মজবুত করে- ক্যালসিয়াম ও ফসফরাস।
✬ সহজে সর্দি কাশি হয়- ভিটামিন সি এর অভাবে।
✬ বিষাক্ত নিকোটিন থাকা- তামাকে।
✬ কচুশাক বিশেষভাবে মূল্যবান- লৌহ উপাদানের জন্য।
✬ সুষম খাদ্যের উপাদান- ৬ টি।
✬ প্রোটিন বেশি থাকে- মসুর ডালে।
✬ চা পাতায় থাকে- ভিটামিন বি কমপ্লেক্স।
✬ ম্যালিক এসিড- টমেটোতে পাওয়া যায়।
✬ ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে- ভিটামিন কে।
✬ খিটামিন সি হলো- অ্যাসকরবিক এসিড।
✬ তাপে নষ্ট হয়- ভিটামিন সি।
✬ গলগল্ড রোগ হয়- আয়োডিন অভাবে।
✬ মানবদেহ গঠনে প্রয়োজন সবচেয়ে বেশি- আমিষের।
✬ আয়োডিন বেশি থাকে- সমুদ্রের মাছে।
✬ কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে আছে- ক্যালসিয়াম অক্সালেট।
✬ রাতকানা রোগ হয়- ভিটামিন এ এর অভাবে।
✬ মুখে ও জিহবায় ঘা হয়- ভিটামিন বি₂ এর অভাবে।
✬ পানিতে দ্রবণীয় ভিটামিন- ভিটামিন বি ও সি।
✬ শিশুদের রিকেটাস রোগ হয়- ভিটামিন ডি এর অভাবে।
✬ মিষ্টি কুমড়া- ভিটামিন জাতীয় খাদ্য।
✬ মিষ্টি আলু- শ্বেতস্বার জাতীয় খাদ্য।
✬ শিমের বিচি- আমিষ জাতীয় খাদ্য।
✬ দুধে থাকে- ল্যাকটিক এসিড।
✬ আয়োডিন অভাবে- গলগন্ড রোগ হয়।
✬ লেবুতে বেশি থেকে- ভিটামিন সি।
✬ আমলকী, লেবু, পেয়ারা ভিটামিনের উৎস- ভিটামিন সি।
✬ সর্বাধিক স্নেহ জাতীয় পদার্থ বিদ্যমান- দুধে।
✬ রক্তশূন্যতা দেখা দেয়- আয়রনের অভাবে।
✬ দুধের রং সাদা হয়- প্রোটিনের জন্য।
✬ ভিটামিন সি এর রাসায়নিক নাম- অ্যাসকরবিক এসিড।
✬ প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয়- অ্যামাইনো এসিড।
✬ কচুশাকে বেশি থাকে- লৌহ।
✬ সুষমখাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত- ৪:১:১।
✬ সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি থাকে- খনিজ পদার্থ ও ভিটামিন।
✬ সবচেয়ে বেশি পাটাশিয়াম পাওয়া যায়- ডাবে।
✬ মাড়ি দিয়ে পুজি ও রক্ত পড়ে- ভিটামিন সি এর অভাবে।
✬ মানবদেহের বৃদ্ধির জন্য প্রয়োজন- আমিষ জাতীয় খাদ্যে।
✬ সূর্য কিরণ হতে পাওয়া যায়- ভিটামিন ডি।
✬ ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে- অ্যালবুমিন।
✬ আমিষের কাজ- দেহ কোষ গঠনে সহয়তা করা।
✬ মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয়- দুধকে।
✬ কোলেস্টরল- এক ধরণের অসম্পৃক্ত অ্যালকোহল।
✬ হাড় ও দাত তৈরির জন্য প্রয়োজন- ডি ভিটামিন।
✬ ভিটামিন ডি এর অভাবে- রিকেটস রোগ।
✬ অস্থির বৃদ্ধির জন্য পোয়োজন- ক্যালসিয়াম।
✬ মলা মাছে থাকে- ভিটামিন ডি।
✬ ত্বকে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে- আল্ট্রাভায়োলেট রশ্মি ।
✬ শরীরে শক্তি যোগাতে দরকার- খাদ্য।
✬ সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল- পেয়ারা।
✬ ভিটামিন এ সবচেয়ে বেশি- গাজরে।
✬ আয়োডিন পাওয়া যায়- শৈবালে।
✬ আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তিরপ্রায় গড় ক্যালরি শক্তির প্রয়োজন- ২৫০০ ক্যালরি।
✬ ল্যাথারাইজম রোগ- খেসারি ডাল খেলে।
✬ শরীরের হাড় ও দাতের গঠনের কাজে বেশিপ্রয়োজন- ক্যালসিয়াম।



                                                              

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.