Notification texts go here Contact Us Buy Now!

১৪৩টি গুরুত্বপূর্ণ ইংরেজি বানান এবং বানান মনে রাখার কৌশল

1) Lieutenant (লেফটেনেন্ট) ➫ সামরিক কর্মী।
✎ Lie u ten ant ➫ মিথ্যা তুমি দশ পিপড়া। 

2) Psychological (সাইকোলজিক্যাল)➫ মনস্তাত্ত্বিক।
✎ Psy cholo gi cal ➫ পিসি চলো যাই কাল। 

3)Assassination (এ্যাসএ্যাসিনেশন) ➫ গুপ্তহত্যা। 
✎ Ass ass i nation -গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার উপরে জাতি।

4) Questionnaire ➫ প্রশ্নমালা। 
✎ Question nai re ➫ কোশ্চেন নাই রে।

5) Assessment ➫ কর নির্ধারণ।
✎ Ass e ss men t ➫ গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।

6) Hallucination ➫ অমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস।
✎ Hall u ci nation-হলে তুমি! ছি জাতি। 

7) Diarrhoea ➫ উদারাময়।
✎ Dia rr hoea ➫ ডায়াল করো ডাবল rr হোয়ে যাবে।

8) Bureaucracy ➫ আমলাতন্ত্র।
✎ Burea u cracy ➫ বুড়িয়া তুমি cracy.

9) Restaurant ➫ রেস্টুরেন্ট।
✎ Rest a u r ant ➫ বিশ্রাম এ তুমি আর পিপড়া। 

10) Parallel ➫ সমান্তরাল।
✎ Par all e l ➫ পার করো সকলকে ই।

11) Illegitimate ➫ অবৈধ।
✎ Illeg i tim ate ➫ অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।

12) Miscellaneous ➫ বিবিধ।
✎ Mis cell an e o us-মিস করলে একটি সেলে ই ও আমাদের সাথে থাকবে। (cell-ক্ষুদ্র কক্ষ)।


 কিছু প্রয়োজনীয় ইংরেজি বানানঃ 

1) ☆ Accommodation(বাসস্থান)

2) ☆ Brilliant(মেধাবী)

3) ☆ Bulletin(বুলেটিন)

4) ☆ Burglar(চোর)

5) ☆ Challenge(চ্যালেন্জ) 

6) ☆ Cigarette(সিগরেট)

7) ☆ Colonel(কর্নেল)

 8) ☆ Commission(কমিশন)

9) ☆ Committee(কমিটি)

10) ☆ Guerrilla(গেরিলা যুদ্ধা)

11) ☆ Leisure(অবসর) 

12) ☆ Maintenance(ভরণপোষণ)

13) ☆ Millennium(সহস্রাব্দ)

14) ☆ Misspell(ভুল বানান করা)

15) ☆ Questionnaire(প্রশ্নমালা)

16) Aberration ➫ বিপদগামিতা/নীতিভ্রংশ

17)Accessory ➫ অপরাধের সহযোগী 

18) Acclivity ➫ উর্ধ্বমুখী ঢাল/চড়াই 

19) Amateur ➫শৌখিন/অপেশাদার

20) Ammunition ➫ গোলা-বারুদের ভাণ্ডার 

21)Anaemia ➫ রক্তাল্পতা

22) Anesthesia ➫ অনুভূতিবিলোপ/অবেদন 

23)Apocalypse ➫ (জগতের ভবিষ্যত পরিণতি বিষয়ে) ঈশ্বরলব্ধ দিব্যজ্ঞান 

24) Archipelago ➫ দ্বীপপুঞ্জ

25) Assassin ➫ গুপ্তঘাতক

26) Avaricious ➫ লোলুপ/লোভী

27) Besiege ➫ অবরোধ করা/চারিদিক থেকে আক্রমণ করা

28) Bourgeois ➫ সম্পদশালী/মধ্যবিত্ত শ্রেণীর লোক

29) Camouflage ➫ ছদ্মবেশ/কপটবেশ 

30) Celestial ➫ স্বর্গীয়/দিব্য

31) Cemetery ➫ সমাধিক্ষেত্র/গোরস্থান

 32) Colonel ➫উচ্চতর পদমর্যাদার সেনাপতি/ কর্নেল

33) Commemoration ➫ স্মৃতিরক্ষার্থেঅনুষ্ঠান 

34)Commencement ➫ সূচনা/আরম্ভ

35) Commodity ➫ পণ্যদ্রব্য 

36) Complaisant ➫ সৌজন্যপূর্ণ/সন্তোষ উৎপাদনে আগ্রহী

37) Contemporaneous➫ সমকালীন/সমসাময়িক 

38)Contemptuous ➫ ঘৃণ্য/অবজ্ঞেয়

39) Councillor/Counsellor ➫ পরিষদের সদস্য/ উপদেষ্টা

40) Counterfeit ➫ জাল/নকল

41) Curriculum ➫ পাঠ্যসূচি 

42) Delinquency ➫ দুষ্কৃতি/অপকর্ম

43) Dilettante ➫ (কাব্য/সঙ্গীত বিষয়ে) অগভীর জ্ঞানসম্পন্ন

44) Disciplinarian ➫ কঠোর শাসক

45) Dyspepsia ➫ অজীর্ণ রোগ/বদহজম

46) Elephantiasis ➫ গোদ/পা ফোলা রোগ 

47) Embarrassment ➫ অস্বস্তি/মানসিক দুশ্চিন্তা

48) Encyclopedia ➫ বিশ্বকোষ/জ্ঞানকোষ 

49)Erroneous ➫ অশুদ্ধ/ভ্রান্ত

50) Etiquette ➫ শিষ্টাচার/নম্র আচরণ 

51) Etiquette ➫নম্র আচরণ/শিষ্টাচার 

52) Exaggerate ➫ অতিরঞ্জিত করা

53) Factitious ➫ অস্বাভাবিক/কৃত্রিম 

54) Flicker ➫ মিট মিট করা

55) Gargantuan ➫ প্রকাণ্ড/সুবিপুল/দানবীয় 

56)Grandeur ➫ মহিমা/বিশালতা

57) Gymnasium ➫ শরীরচর্চা কেন্দ্র 

58) Hereditary ➫বংশানুক্রমিক/কৌলিক 

59) Hippopotamus ➫ জলহস্তী

60) Homogeneous ➫ সমজাতীয় 

61) Honorary ➫ অবৈতনিক/সম্মানসূচক 

62) Humorous ➫রসিকতাপূর্ণ

63) Hyacinth ➫ কচুরিপানা

64) Idiosyncrasy ➫ স্বভাব বৈশিষ্ট্য/আচরণ 

65)Inapplicable ➫ অপ্রযোজ্য/অনুপযুক্ত 

66) Incorrigible ➫অশোধনীয়/অপ্রতিকার্য 

67) Infinitesimal ➫ অতিক্ষুদ্র/ অনীয়ান 

68) Inheritance ➫ উত্তরাধিকার

69) Interruption ➫ ব্যাঘাত/বিঘ্ন/বাধা 

70)Irreconcilable ➫ বিসঙ্গত/অসদৃশ

71) Irresponsible ➫ দায়িত্বহীন/বেপরোয়া 

72)Irreversible ➫ অপরিবর্তনীয়

73) Itinerant ➫ পরিভ্রমী/ভ্রমণশীল 

74) Jewelry ➫ রত্নখচিত অলঙ্কারাদির সমগ্র 

75) Magniloquent ➫বাগাড়ম্বরপূর্ণ/বড় বড় কথা বলে এমন

76) Malediction ➫ অভিশাপ

77) Manoeuvre ➫ কৌশল

78) Masquerade ➫ ভান বা ছদ্মবেশ ধারণ করা 

79)Mediterranean ➫ ভূমধ্যসাগরীয় 

80) Mellifluous ➫ সুমধুর/সুললিত

81) Mellifluous ➫ সুমধুর/সুললিত

82) Mercenary ➫ ভাড়াটে সৈনিক বা কর্মী 

83)Millennium ➫ সহস্রাব্দ/বর্ষসহস্রক 

84) Millionaire ➫কোট

85) Monotonous ➫ একঘেয়ে/বৈচিত্র্যহীন 

86) Multifarious ➫ নানাবিধ/বিচিত্র

87) Nauseous ➫ বিতৃষ্ণাজনক

88) Omelet ➫ ডিম ভাজা/মামলেট

89) Omission ➫ বর্জন/বাতিল

90) Opprobrious ➫ অশোভন

91) Orthodoxy ➫ গোঁড়ামি

92) Oscillate ➫ দোলানো/আন্দোলিত করা 

93) Palliate ➫প্রশমন/লাঘব করা

94) Pedagogue ➫ স্কুলশিক্ষক/পণ্ডিতপ্রবর 

95) Peevish➫ বিরক্তিকর

96) Phthisis ➫ যক্ষ্মারোগ

97) Physique ➫ দৈহিক গঠন 

98) Pomegranate ➫ ডালিম

99) Predecessor ➫ পূর্বসূরী

100) Procession ➫ মিছিল/শোভাযাত্রা 

101)Prodigious ➫ অতিবৃহৎ

102) Prolegomenon ➫ গ্রন্থাভাষ/ভূমিকা 

103) Pseudonym ➫ ছদ্মনাম 

104) Pulchritude ➫ দৈহিক সৌন্দর্য

105) Questionnaire ➫ প্রশ্নাবলী

106) Receipt ➫ প্রাপ্তি

107) Recommendation ➫ সুপারিশ/পরামর্শ 

108)Reconciliation ➫ সামঞ্জস্যবিধান/মীমাংসা 

109)Reconnaissance ➫ তথ্যসংক্রান্ত অভিযান 

110) Referendum ➫ গণভোট

111) Regeneration ➫ আধ্যাত্মিক পুনর্জম্ম/ নবজন্মলাভ

112) Reminiscence ➫ স্মৃতিচারণ

113) Rendezvous ➫ মিলনস্থল

114) Rhinoceros ➫ গণ্ডার

115) Sanatorium ➫ স্বাস্থ্যকেন্দ্র 

116) Scissors ➫ কাঁচি

117) Shaggy ➫ রুক্ষ/মোটা ও অপরিপাটি 

118)Simultaneous ➫ যুগপৎ/সমকালীন

119) Sobriety ➫ আত্মনিয়ন্ত্রণ/সংযম 

120) Souvenir ➫স্মৃতিচিহ্ন

121) Stereotype ➫ গৎবাঁধা/অপরিবর্তনীয় 

122) Successive ➫ ক্রমাগত/পারস্পরিক 

123) Superiority ➫শ্রেষ্ঠতা/উৎকৃষ্টতা 

124) Superstition ➫ কুসংস্কার/­অন্ধবিশ্বাস 

125) Thesaurus ➫ ভাব-অভিধান

126) Transliterate ➫ ভিন্ন ভাষায় রূপান্তর করা 

127)Unparalleled ➫ অতুলনীয়/অদ্বিতীয় 

128) Vehement ➫প্রবল/ব্যগ্র/উদ্দাম 

129) Vendetta ➫ বংশানুক্রমিক প্রতিহিংসা 

130) Veterinary ➫ পশুচিকিৎসক

131) Vicissitude ➫ উত্থানপতন/পরিবর্তন

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.