Notification texts go here Contact Us Buy Now!

রাসুল (সা:) যা সত্য বলে প্রমানিত

রাসুল (সা:) যা সত্য বলে প্রমানিত
১৪৫০ বছর আগে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের বলে যাওয়া বাণী, যা বিজ্ঞানীরা সত্য বলে প্রমাণ পেয়েছে।

★ ★
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন,
"পুরুষের প্যান্ট/ কাপড় টাখনুর উপর পরতে, অন্যথায় তা জাহান্নামে যাবে"।
[সহিহ বুখারিঃ ৫৩৭১]
বিজ্ঞান বলে,
পুরুষের টাখনুর ভিতর প্রচুর পরিমানে সেক্সুয়াল হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয়। তাই কেউযদি তা খোলা না রেখে ঢেকেরাখে তাহলে তার যৌনশক্তি কমে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে।

★ ★
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন,
"ভ্রু-প্লাগকারীর উপর আল্লাহর লানত"।
[সহিহ বুখারীঃ ৫৫১৫]
বিজ্ঞান বলে,
ভ্রু হল চোখের হিফাজতের জন্য। ভ্রুতে এমন কিছু লোম থাকে যদি তা কাটা পড়েযায় তাহলে ভ্রু-প্লাগকারী পাগল অথবা মৃত্যুবরন করতে পারে।

★ ★
রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন,
"নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম"। [সহিহবুখারিঃ ৬১২৪]
বিজ্ঞান বলে,
ধুমপানের কারনে ফুস্ফুসের ক্যান্সার, ব্রংকাইটিস ও হৃদরোগ হয়ে মানুষ মারা যায়। ধুমপা করলে ঠোট, দাতের মাড়ি, আঙ্গুল কালো হয়ে যায়। যৌনশক্তি ও ক্ষুধা কমে যায় এমনকি স্মৃতি শক্তি ও কমে যায়।

★ ★
রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন,
"পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম"।
[মুসলিমঃ ১৬৫৫]
বিজ্ঞান বলে,
স্বর্ণ যেহেতু যৌগ পদার্থ তাই তা স্ক্রীনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায়। আর তার পরিমান যদি ২.৩ হয় তাহলে মানুষ তার আগের স্মৃতি সব হারিয়ে ফেলবে।

★ ★
রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন,
"ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং ডানকাত হয়ে ঘুমাতে"।
[সহিহ বুখারিঃ ৩২৮০]
বিজ্ঞান বলে,
ডানকাত হয়ে ঘুমালে হার্ট ভালোকরে পাম্প করে আর লাইট না নিভিয়ে ঘুমালে ব্রেনের এনাটমিরস শরিরে প্রবেশ করতে পারেনা যার ফলে ক্যান্সার হওয়ার খুবসম্ভবনা থাকে।

★ ★
রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন,
"তোমরা গোফ ছেটে ফেল এবং দাড়ি রাখ"।
[সহিহমুসলিমঃ ৪৯৩,৪৯৪]
বিজ্ঞান বলে,
দাড়ি না রাখলে স্ক্রিন ক্যান্সার, ফুস্ফুসেরইনফেকশন এবং ৪০ এর আগে যৌবনহারানোর সম্ভবনা থাকে।

★ ★
আল্লাহ(সুবনাহু তায়ালা) বলেন,
"আর ব্যভিচারের কাছেও যেওনা। নিশ্চয় এটা অশ্লীলকাজ এবং ধ্বংসের পথ"।
[বনি-ইসরাঈলঃ ৩২]
এবং নেশাগ্রস্থ শয়তানের কাজ [মাইদাহঃ ৯০]
বিজ্ঞান বলে,,
পর্নগ্রাফি ,অশ্লিল সম্পর্ক সহ বিভিন্ন মাদকদ্রব্য নেশা। যদি কেউ এসব নেশজাত দ্রব্যে জড়িয়ে পড়ে তাহলে ব্রেনের ফরেন্টাল এরিয়ার আমাদের পরিচালনা করার ইনটেলুক্টুয়াল সেলগুলো থরথর করে কাপতে থাকে এবং অস্থির হয়ে যায়। যার ফলে সেনেশাগ্রস্থ হয়ে মাতাল ও অসুস্থেরমত জীবন পরিচালনা করে এবং তা তাকে ধ্বংসের দিকে ঠেলেদেয়।

★ ★
আল্লাহ তা'য়ালা বলেন,
"আর যখন কোরআন পাঠ করা হয়, তখন তাতে কান লাগিয়ে রাখ এবং নিশ্চুপ থাক যাতে তোমাদের উপর রহমত হয়"।
[আরাফঃ ২০৪]
বিজ্ঞান বলে,
কুরআনের সাউন্ডওয়েব শরীরের সেলগুলোকে সক্রিয় করে, অসুস্থতা আরোগ্য করে, বিশেষ করে হার্ট এবং ক্যান্সার রোগিদের। আর ব্রেনকে এমনভাবেচার্জ করে যেমনভাবে ফিউজ হওয়া ব্যাটারিকে সচল করে।

সবশেষে, কোরআনের এই আয়াতটি বোঝার চেষ্টা করুন,

নিঃসন্দেহে আল্লাহ তা'য়ালার নিকট সমস্ত প্রাণীর তুলনায় তারাই মূক ও বধির, যারা উপলদ্ধি করে না।
[সূরা আল-আনফালঃ ২২]

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.