ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামায হলো দ্বিতীয়। কালেমার পরই উহার স্থান। আল্লাহ তাআ’লা স্বীয় রাসূল (সাঃ) কে উর্ধ্বাকাশে মেরাজে নিয়ে সরাসরি কথোপকথনের মাধ্যমে মুসলিম জাতির উপর এই নামায ফরয করেছেন। ইহা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ও ফজীলতপূর্ণ ইবাদত।
নামাজ আল্লাহ পাকের এক বিশেষ রহমত যা আল্লাহ পাক তার রাসুলের মাধ্যমে আমাদের দান করেছেন, এই নামাজের দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায়। সহীহ শুদ্ধ নামাজ কবুলিয়াতের অন্যতম প্রধান শর্ত আর তাই আমাদের উচিত নামাজ শিক্ষা করা, নিছে সহীহ শুদ্ধ করে কিভাবে নামাজ আদায় করা যায় তা চিত্রসহ দেয়া হল, আশা করা যায় এতে অনেকের উপকার হবে।
======================================================================
মেয়েদের নামাজে ছেলেদের সাথে কিছু জায়গায় অমিল রয়েছে, নিচের চিত্র দেখে তার বর্ণনা দেয়া হল।
======================================================================