আমরা অনেক সময় খুব দ্রুত কোথাও কাউকে মেল করতে গিয়ে সমস্যায় পড়ে যাই কারন তাতে দরকার হয় মেইল এড্রেস পাসওয়ার্ড আরো কত কি। এই সমস্যা থেকে মুক্তি পেতে আসুন জেনে নেই কিভাবে ইমেইল পাসওয়ার্ড ছাড়াই কাউকে মেইল করতে পারবেন বা কারো পাঠানো মেইল রিসিভ করতে পারবেন যা আমাদের জেনে রাখা দরকার।
মেইল এড্রেস ছাড়া কাউকে মেইল পাঠানোর নিয়মঃ
মেইল এড্রেস ছাড়া কাউকে মেইল পাঠাতে নিচের পদ্ধতি অবলম্বন করুন।
- প্রথমেই এই লিংকে যান free mail
- এখন ছবিতে চিহ্নিত স্থানে "compose" বাটনে ক্লিক করুন।
- এখন "To" লেখা স্থানে আপনি যাকে মেইল পাঠাবেন তার এড্রেস টাইপ করুন।
- subject লেখা স্থানে আপনার মেইলের সাবজেক্ট লিখুন।
- এবার মেইলের বডিতে আপনার প্রয়োজনীয় কথা লিখুন।
- আপনি চাইলে আনলিমিটেড লেখা পাথাতে পারেন।
এইতো হয়ে গেলো কোন পাসওয়ার্ড বা নিজস্ব মেইল এড্রেস ছাড়া মেইল পাঠানো।
- এখানে আপনি চাইলে মেইলের সাথে ফাইলো এটাচ করতে পারবেন,
-এর জন্যে ছবিতে দেখানো "Choose file" লেখা স্থানে ক্লিক করে ফাইল সিলেক্ট করুন।
- আপনি চাইলে ১৫০MB সাইজের ফাইল পাঠাতে পারবেন, যেখানে জিমেইলে ২০MB পাঠানো যায়।
এছাড়াও আপনি চাইলে নিচের অন্য একটি সার্ভিস থেকে Attachment ছাড়াও শর্ট-কাটে মেইল পাঠাটে পারবেন।
এর জন্যে প্রথমে নিচের লিঙ্কে যান
send mail without attachment
মেইল পাঠান কোন লগইন ছাড়াইঃ
এছাড়াও চাইলে অস্থায়ী মেইল এড্রেস তৈরী করে কারো পাঠানো মেইল রিসিভ করতে পারেন লগইন পাসওয়ার্ড ছাড়াই।
এর জন্যে নিচের সার্ভিসগুলোতে যান এবং অতি সহজেই কার পাঠানো মেইল রিসিভ করুন এক সেকেন্ডে।
আশা করি আজকের পোস্ট টি আপনাদের ভালো লেগেছে, আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে বন্ধুয়ার সাথে থাকুন।