কিয়ামতের প্রধান প্রধান কিছু আলামত

4 min read


কেয়ামতের পূর্বে কেয়ামতের নিকটবর্তিতার প্রমাণস্বরূপ যে আলামতগুলো প্রকাশ পাবে সেগুলোকে ছোট আলামত ও বড় আলামত এই পরিভাষাতে আখ্যায়িত করা হয়। অধিকাংশ ক্ষেত্রে ছোট আলামতগুলো কেয়ামত সংঘটিত হওয়ার অনেক আগেই প্রকাশিত হবে। এর মধ্যে কোন কোন আলামত ইতিমধ্যেই প্রকাশ পেয়ে নিঃশেষ হয়ে গেছে। কোন কোন আলামত নিঃশেষ হয়ে আবার পুনঃপ্রকাশ পাচ্ছে। কিছু আলামত প্রকাশিত হয়েছে এবং অব্যাহতভাবে প্রকাশিত হয়ে যাচ্ছে। আর কিছু আলামত এখনো প্রকাশ পায়নি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সংবাদ অনুযায়ী সেগুলো অচিরেই প্রকাশ পাবে।


- সময় সংকীর্ণ হয়ে যাবে, সময়ের বরকত কমে সংক্ষিপ্ত মনে হবে।

- ফিলিস্তিনের “আমওয়াস” নামক স্থানে প্লেগ রোগ দেখা দেয়া।
- ইলম উঠিয়ে নেয়া হবে, কম ইলমের লোক বেশী কথা বলবে। 

- নতুন নতুন অজানা রোগের আবির্ভাব ঘটবে (সোয়াইন ফ্লো, এইডস )

- মানুষ ক্ষমতার লোভী হবে, ক্ষমতার জন্যে মারামারি করবে।

- হত্যা বেড়ে যাবে, নিহত ব্যাক্তি নিজেই জানবেনা কেন তাকে মারা হল।

- রাস্তার লোক ধনী হতে শুরু করবে এবং নিজেকে নিয়ে অহংকার করবে। 

- মানুষ তার শরীরে উল্কী বা ট্যাটু আকা শুরু করবে। 

- স্বামী-স্ত্রীর মাঝে ভালোবাসা কমে যাবে, আনুগত্য থাকবেনা। 

- বন্ধুকে কাছে রাখবে আর পিতা মাতাকে দূরে রাখবে। 

- মেয়েদের দেখে উলঙ্গ মনে হবে যদিও তারা কাপড় পড়ে থাকবে। 

- মানুষ হালাল হারামে গুরুত্ব দিবেনা, সুদকেও নিজের পাওনা মনে করবে। 

- ফিৎনা-ফাসাদ বৃদ্ধি পাবে, অজস্র বিবাদের ঘটনা ঘটবে যার বিচারও হবেনা। 

- কৃপণতা দেখা দিবে, মানুষ নিজে ভোগ করতে না পারলেও টাকা জমাবে। 

- সর্বত্র সামাজিক দ্বন্দ্ব বিশৃঙ্খলা ও খুনখারাবীব্যাপকভাবে দেখা দিবে। 

-  বিজ্ঞ লোকের উপরে মূর্খ লোক নেতৃত্ব দিবে। 

- হত্যাকারী বলতে পারবে না, কেন সে হত্যা করল,

- যাকাত দেয়াকে লোকজন জরিমানা মনে করবে। 

- নিহত ব্যক্তি জানতে পারবে না, কেন সে নিহত হল,

- মানুষ হবে পশু প্রাণীর ন্যায় জ্ঞানহীন, নিজের বিবেককে খাটাবেনা। 

- নারীর সংখ্যা বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। 

- জ্ঞানহীন মানুষগুলোর নেতা হবে, বোকা জ্ঞানহীন ও ইতরশ্রেণীর মানুষ,

-. ভালো ও নেককার লোকেরা পর্যায়ক্রমে একের পর এক চলে যাবে,

- আমানত বিনষ্ট হবে (কাজের দায়িত্ব অনুপযুক্ত লোককেদেয়া হবে),

- প্রচুর ধন-সম্পদ হওয়া এবং যাকাত খাওয়ার লোক না-থাকা।

-ইসলামে নতুন নতুন জিনিস যুক্ত হতে থাকবে আর তা মানুষ জায়েয মনে করবে। 

- দাসী আপন মণিবকে জন্ম দিবে,

- মানুষ উঁচু উঁচু প্রসাদ অট্টালিকা তৈরী করে পরস্পর অহংকার করবে,

- প্রায় ত্রিশজন মিথ্যাবাদী নিজেকে নবী বলে দাবি করবে,

- ভূমিকম্প বেড়ে যাবে, ঘন ঘন জমিন কেপে উঠবে। 

- মানুষের অর্থ সম্পদ বেশি হবে,

- মুসলিমরা ইয়াহুদীদের সাথে যুদ্ধে লিপ্ত হবে,

- রোমকদের সাথে মুসলিমদের একটি সন্ধি চুক্তি হবে এবং পরবর্তীতে তারা এই চুক্তি ভঙ্গ করবে,

- মদ পান বৃদ্ধি পাবে, প্রকাশ্যে তা বেড়ে যাবে আর মানুষ তা সাধারন মনে করবে। 

- পুরুষের সংখ্যা কমে যাবে,

- নারীর সংখ্যা বেশি হবে (৫০ জন মহিলার পপরপরিচালকহবে একজন পুরুষ),

- ফোরাত নদীর তলদেশে রক্ষিত স্বর্ণের পাহাড় উন্মুক্তহবে এবং এই সম্পদ নিয়ে ভয়াবহ লড়াই হবে (শতকরা ৯৯ জননিহিত হবে),

- দুনিয়াবী লোভ লালসা বৃদ্ধি পাবে,

- শুধুমাত্র পরিচিত ব্যক্তিকে সালাম দিবে,

- মানুষ তার প্রতিবেশী, তার ভাই ও তার পিতাকে হত্যাকরবে,

- গাধার মতো রাস্তায় (খোলা মাঠে) যিনায় লিপ্ত হবে,

- ধোয়া, যা এক নাগাড়ে চল্লিশ দিন পূর্ব হতে পশ্চিমপ্রাণ্ত পর্যন্ত বিস্তৃত থাকবে,

- ইসা ইবনে মারইয়াম (আ.) আকাশ হতে অবতরণ করবে,

- আরব উপদ্বীপে ভূমি ধস হবে,

- ইয়াজুজ- মাজুজ বের হবে,

- ইয়ামান হতে এক আগুন বের হয়ে মানুষকে সমবেত করবে,

- দাজ্জালের আবির্ভাব হবে,

- পশ্চিম দিক হতে সূর্য উদিত হবে ।
 
দলিলঃ (১-৫ : বুখারী, মুসলিম; মিশকাত হা: ৫১৫৬/ ৬-৮ :বুখারী, মুসলিম; মিশকাত হা: ৫১৫৭/ ৯: ইবনে মাজাহ: ৩৯৫৯২৩: সিলসিলা ছহীহা: ২৫২৭/ ২৪: সিলসিলা ছহীহা: ৬৪৮/ ২৫:সিলসিলা ছহীহা: ৩১৮৫/ ২৬: সিলসিলা ছহীহা: ২৭২৪/২৭-৩১: মুসলিম, মিশকাত: ৫২৩০/ ৩২-৩৩: বুখারী, মুসলিম,মিশকাত হা: ৫২৩৩)

এভাবে একটির পর একটি করে আলামত প্রকাশ হতে থাকবে যেভাবে তসবী থেকে ঈকটি একটি করে দানা খুলে যেতে থাকে। আলামতগুলোর কিছু হয়ে গেছে কিংবা কিছু হচ্ছে, আর নাহয় সামনে অপেক্ষা করছে। আল্লাহ আমাদের রক্ষা করুন। অন্য এক রেওয়াতে আছে কিয়ামতের আগে হাতে জ্বলন্ত কয়লার টুকরা রাখার মত ঈমান টিকিয়ে রাখা কথিন হয়ে যাবে।

আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের উপর রাখুন। আমীন। 
Post a Comment