Notification texts go here Contact Us Buy Now!

বিলিভ ইট অর নট

  • Image and video hosting by TinyPic
  •  
    জাপানের কামি শিরাকাতি রেল স্টেশন টি দৈনিক মাত্র একজন যাত্রির জন্যে চালু রাখা হয়েছে। 
     ২০০০ সালে সিডনী বিশ্ববিদ্যালয়ের ড. ক্রুসজেলিনকি প্রায় ৫০০০ মানুষের নাভির উপর সমীক্ষা চালিয়েছেন। 
     ২০১০ সালে ১০ নভেম্বর একটি শূন্য চেয়ারকে ১.৪ ডলারের নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়। 
    দক্ষিণ তিউনিসিয়ায় প্রাগৈতিহাসিক যুগের ৩০ফুট লম্বা কুমিরের কঙ্কাল পাওয়া যায়। 
     স্টার ওয়ার্স মুভিতে যে জায়গাকে মরুময় গ্রহ হিসেবে দেখানো হয় এটি তার কাছাকাছি। 
    ২০১৫ সালের মে মাসে আয়ারল্যান্ডের কান্টি লুথে একটি বিড়াল পাখির বাসায় ৪টি ছানার জন্ম দেয়। 
    ১৯৭৩সালের ২৩সেপ্টেম্বর হেইডি গ্যানন ও জো বেইন্স নামের দুই জমজ বোনের জন্ম হয় দুই দেশে ইংল্যান্ড ও ওয়েলস এ। তারাই পৃথিবীর একমাত্র দুই দেশে জন্ম নেয়া জমজ। 
    চীনের সাথে ১৪ টি দেশের সীমান্ত রয়েছে। 
    জরিলা বা মরু অঞ্চলের ডোরা কাটা বিড়ালকে পৃথিবীর সবচেয়ে ছোট প্রানী হিসেবে ধরা হয়। 
    ২০১২ সালে যুক্তরাস্টের ডাকোটা শহরে রেবেকা স্পেইট জর্জ ওয়াশিংটন এর মুখবয়ের সাথে মিল থাকা ৩বছর বয়সী চিকেন নাগেট ইবে নামক অনলাইন বাজারে বিক্রি করা হয়। 
    যুক্তরাস্টের ইলিনয়ের আহল্গ্রিম ফ্যামিলি ফিউনেরাল সার্ভিসের বেসমেন্টে ছোট একটি গলফ মাঠ আছে, মাঠটি বানানো হয়েছে "ভীতি" নামক বিষয়কে কেন্দ্র করে। 
    মার্কিন যুক্তরাস্টের সাবেক প্রেসিডেন্ট অ্যাঁন্ড্রু জ্যাক্সনের ভেতরের উরুতে কুঠারের ট্যাটু আকা ছিল। মিনেসোটা বিশ্ববিদ্যালয় মিনেসোটা রাজ্যের চেয়েও বেশী পুরোনো। 
    রৌদ্র উজ্জ্বল ও উষ্ণ দিনগুলোতে আইফেল টাওয়ার তার ছায়ার দিকে ১৮ সেমি মত হেলে পড়ে। 
    আলোকদ্রস্টা নারী ভিক্টোরিয়া উডহাল ১৮৭২ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন, যদিও তার ৪২ বছর পর মার্কিন নারীরা ভোটাধিকারের সুযোগ পায়। 
     নিওইয়র্ক এর ম্যানিলা সোশাল ক্লাব রেস্তোরায় ২৪ক্যারেট গোল্ড লিফ ডোনাট পাওয়া যায়, যার ভেতর আছে শ্যাম্পেন জেলি আর ভেতরে আছে ক্রিস্টাল কোম্পানীর শ্যাম্পেন বরফ। 
    যুক্তরাস্টের ম্যাসাচুসেটসের জো রেসেন্ডেস তিন হাজারের বেশী হাতে বানানো পিচ পিট সংগ্রহ করেছেন। 
    ১৩ ফুট লম্বা ১১০ পাউন্ড ওজনের সামুদ্রিক ওরফিশ সম্প্রতি ফিলিপিনের লিবনে ভেসে এসেছে যা সামুদ্রিক লাজুক দানব নামে পরিচিত। 
    ২০১৫সালের ১০ডিসেম্বর জারক রয়েস ৯১ পাউন্ড ওজনের মাগুর মাছ ধরে উত্তর ক্যারোলিনার ব্লু ক্যাটফিশ রেকর্ড ভাঙ্গেন। পরেরদিন উনি নিজেই ১১৫ পাউন্ডের মাগুর মাছ ধরে নিজের রেকর্ড নিজেই ভাঙ্গেন।
     গ্রীনল্যান্ডের ইস্টে গ্রীনল্যান্ড ন্যাশনাল পার্ক পৃথিবীর সবচেয়ে বড় পার্ক যা আয়তনের দিক থেকে যুক্তরাজ্য এর দ্বিগুণ। 
     কেন্টাকির ১৪ বছরের ছেলে লুকাস ই পৃথিবীর প্রথম ব্যক্তি যে কিনা ৫সেকেন্ডে প্রমিত কিউবের সমাধান করেছেন।

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.