জানুন বিশ্বের সবচেয়ে বড় গরুর ফার্ম নিয়ে কিছু কথা

1 min read
জানুন বিশ্বের সবচেয়ে বড় গরুর ফার্ম নিয়ে কিছু কথা

পৃথিবীর অনেক দেশে অনেক বড় বড় গরুর ফার্ম দেখতে পাওয়া যায়, এর মাঝে সবচেয়ে বড় ফার্ম কোনটি তা অনেকের অজানাই থেকে যায়, তাই আজ জেনে নিন কোথায় পৃথিবীর সবচেয়ে বড় গরুর ফার্ম এবং তার আয়তন সহ আরো অনেক কিছু।

- এই ফার্মের নাম 'আল মারাই ডেইরী ফার্ম'

- মধ্যপ্রাচ্যের রাজধানী বলে খ্যাত সৌদি আরবের রিয়াদে অবস্থিত।

- ২লক্ষ ৬৮ হাজার বর্গ মিটার এলাকার উপর অবস্থিত।

- ছয়টি বিশাল আয়তনের সুপার ফার্ম নিয়ে মুল কোম্পানি গঠিত।

- যার আয়তন ৮২ বর্গ কিলোমিটার যা কিনা রাজধানী ঢাকার চার ভাগের এক ভাগ।

- কম বেশী ১ লক্ষ ৩৫ হাজার গরু আছে এই ফার্মে।

- আল মারাই প্রতিদিন ২.৫ লক্ষ লিটার দুধ উৎপাদন করে।

- ফার্মের সকল গরু হলেডিয়ান গরু যা ৫ফুট উচু আর ওজন ৭০০ কেজি।

- এই ফার্মে প্রতিদিন ১২০০ টন খাদ্য লেগে যায়।

- প্রতিটা গরু দৈনিক ৫০ কেজি খাবার গ্রহন করে।

- যা মিক্স করা হয় ১২ টা বড় সাইজের মিক্সার মেশিনে.

- প্রতি মিক্সারে প্রতি এক মিল তৈরি খাবার ৬০০ গরু খেতে পারে।

- যা বিভিন্ন শেডে ৪৫ টি বড় বড় ট্রাক দিয়ে পৌঁছে দেয়া হয়।

- ৩০০ টি গরু একসাথে মেশিনের সাহায্যে মিল্ক পার্লারে দুধ দেয়।

- প্রতিটা গরুর পায়ে ২টি করে ইলেক্ট্রিক চিপ লাগানো থাকে যা গরুর অবস্থান, দুধ দেয়া সব মনিটর করে।

- দৈনিক প্রতিটা গরুকে  অটো মেশিনে গোসল করানো হয় যাতে প্রতি গরুর সময় লাগে ৯মিনিট।

- এই ফার্ম থেকে ছোট বড় ৪ লক্ষ বোতল দৈনিক উৎপাদিত হয়। 
Post a Comment