Notification texts go here Contact Us Buy Now!

কিছু চমকে দেয়ার মত তথ্য!

কিছু চমকে দেয়ার মত তথ্য!

☞ হিটলার এবং লাদেনের মৃত্যু ঘোষণা করার দিন একই তারিখে। তারিখটি ১ মে।


☞ চুমুর রেকর্ড ঃ সবচেয়ে লম্বা সময়ের চুমুর রেকর্ড রয়েছে ৫৮ ঘন্টা ৩৫ মিনিট এবং ৫৮ সেকেন্ডের।


☞ সবচেয়ে লম্বা সময়ের চুমুর রেকর্ড রয়েছে ৫৮ ঘন্টা ৩৫ মিনিট এবং ৫৮ সেকেন্ডের।


☞ চুমু খেতে ভয় পান? তবে আপনার Philematophobia হয়েছে!


☞ আমরা সাধারণত মেসেজ, বা চ্যাটিং এর সময় ইংরেজি you কে ছোট করে U লিখি। এটি সর্বজন স্বীকৃতি হয়েছে যখন প্রথম সেক্সপিয়ার তার বইতে you এর পরিবর্তে U ব্যাবহার শুরু করে।


☞ ১৮৯৮ সালে, টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার ১৪ বছর আগে মর্গান রবার্টসন একটি বই লিখেছিলো টাইটানিক জাহাজ সম্পর্কে। বইটির নাম ছিলো "টাইটান"। ওই বইতে তিনি লিখেছিলো " টাইটানিক জাহাজ একটি বরফের টুকরার সাথে ধাক্কা লেগে ডুবে যাবে।" আর তাই তো হলো।


☞ ভালোবাসা আসলে মানুষের হৃদয় থেকে অনূভুত হয় না। হয় মানুষের ব্রেইন থেকে।


☞ ডায়েট কোকাকোলা পানির ভিতরে ঢাললে পানির উপরে ভেসে থাকবে। কিন্ত সাধারণ যে কোকাকোলা আছে তা পানিতে ঢাললে পানির সাথে মিশে যাবে।


☞ মধু ই একমাত্র খাদ্য যা কখনোই পচে যায় না।


☞ ফেইসবুকে এখন কিন্তু facebook . com এর পরিবর্তে fb . com লিখলেই হয়ে যায়। এই fb . com বানানোর জন্য মার্ক জুকারবার্গের খরচ হয়েছে ৮.৭ মিলিয়ন ডলার।


☞ পৃথিবী জুড়ে প্রতি বছর ৫০০০০ বারের ও বেশী ভূমিকম্প হয়ে থাকে।


☞ পৃথিবীতে ফুটবল খেলাকে ১৮৮ টি দেশ ফুটবল (football) বলে থাকে। আর বাকি দেশগুলো ফুটবল খেলাকে সকার (soccer) নামেই জানে।


☞ সনি কোম্পানি এক ধরনের ফ্রিজ তৈরী করেছে যার সামনে গিয়ে মানুষ হাসি দিলে ফ্রিজটি খুলবে। তাছাড়া খুলবে না।


☞ ২৩ বছর বয়সের আগে আমেরিকার ৩০ থেকে ৪০% মানুষ পুলিশের হাতে গ্রেফতার হয়।


☞ 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5,R=18
(অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং 12 5 20 20 5 18=80


☞ ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।


☞ “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।


☞ “ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।


☞ “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।


☞ “Abstemious ও Facetious ”শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।


☞ ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Qএ পরে u আছে।



☞ Rhythm সবচেয়ে দীর্ঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই।

☞ নীল তিমি সবচেয়ে বড় প্রাণী। এর ওজন গড় পড়তা ১২৫ টন হয়ে থাকে। যা প্রায় ১৮০০ জন মানুষের ওজনের যোগফল।


☞ আপনি কি জানেন, একটি মাছির গড় আয়ু মাত্র ১৭ দিন।

☞ সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেও দিব্যি শোনা যায়।  শুনে মনে হয় আশে পাশের আওয়াজ!!!


☞ নারহোয়েল (Narwhal) এক প্রকার তিমি মাছ। যার দাঁত ৮ ফিট লম্বা হয়ে থাকে।


☞ আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরী হয়েছিল, তাও খ্রীস্টের জন্মের ২০০০ বছর আগে।


☞ পৃথিবীর প্রথম নভোচারী কিন্তু মানুষ নয়, একটি কুকুর।


☞ শিম্পাঞ্জি অন্যান্য প্রাণীর চেয়ে (মানুষ ছাড়া) বেশী যন্ত্রপাতি ব্যবহার করতে পারে।


☞ কিং কোবরা পৃথিবীর একমাত্র সাপ যে বাসা বাধে।


☞ বিড়ালের দেহের স্বাভাবিক তাপমাত্রা ১০০.৪ ডিগ্রী ফারেনহাইট থেকে ১০২.৫ ডিগ্রী ফারেনহাইট।


☞ জিরাফের লম্বা গলায় মোট ৭টি হাড় আছে।

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.